মহিষাসুর মর্দিনী নিয়ে অভিনেতা ট্রোলড সোস্যাল মিডিয়ায়
সুপর্ণা রায় , Rong News
মহালয়া নিয়ে বাঙালির আবেগ চিরকালের। দেবীপক্ষের সূচনায় মহিষাসুরমর্দিনী। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ভক্তিতে ভালোলাগায় শুরু হয় বাঙালির সেদিনের ভোর। সেই উত্তেজনা নিয়ে প্রযুক্তিতে এগিয়েছে দুনিয়া। কিন্তু সেই নাড়ির টান বাঙালি আজ রোমকূপে রোমকূপে অনুভব করে। স্মার্ট ফোনের আর স্মার্ট টিভির যুগে বাঙালির রেডিও প্রায় উঠে গেছে বললেই চলে । তবে মহিষাসুর মর্দিনী শুনেই পিতৃপক্ষের অবসান ঘটে। কিন্তু সাম্প্রতিক কালে মহিষাসুরমর্দিনী নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রযোজক নির্দেশকরা ছাড়িয়ে যাচ্ছেন রুচিশীলতা । অন্তত মেগা সিরিয়ালের নায়ক নায়িকা দের দেবতার ভূমিকায় দেখতে নারাজ আবেগ প্রবন বাঙালি। তাই ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সম্প্রতি জি বাংলা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মহিষাসুরমর্দিনির একটি অংশ রিল আকারে পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে রুবেল দাস মানে যমুনা ঢাকি সিরিয়ালের মুখ্য পুরুষ চরিত্র সঙ্গীত রায় কে দেখা যাচ্ছে মহাদেবের লুকে। আবার তিনি নাচ করছেন শিব তাণ্ডবের তালে এবং নাচ শেষে তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে গ্রাফিক্স এর ত্রিশূল । আর তাতেই ক্ষুব্ধ নেট জগতের বাঙালিরা। মজার টিপ্পনির সাথে সাথে অনেকে রাগ ও উগরে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্সে।



Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
