ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত
প্রতীক চ্যাটার্জী : Rong News
গতকাল প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে তিন রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়, অধিনায়ক শিখর ধাওয়ান ৯৯ বলে ৯৭ রানের সাহায্যে ৭ উইকেটে ৩০৮ রান করেন। শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার যথাক্রমে ৬৪ ও ৫৪ রান করেন। সেখানে রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কাইল মায়ার্স সর্বোচ্চ ৭৫ রান করেন এবং শামার ব্রুকস ও ব্র্যান্ডন কিং যথাক্রমে ৪৬ ও ৫৪ রান করেন। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চাহাল দুটি করে উইকেট নেন।

Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
