আসছে নরেন্দ্র মোদির ‘মা বন্দে’

Views: 38
2 0

আসছে নরেন্দ্র মোদির ‘মা বন্দে’

 

সোমনাথ মুখোপাধ্যায়:  Rong News

 

আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বায়োপিক ছবি ‘মা বন্দে’। পরিচালক সি এইচ ক্রান্তির নেতৃত্বে ছবির শুটিং চলছে। মোদির ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় মালয়ালম তারকা উন্নি মুকুন্দন।

 

ছবির পরিচালক সি এইচ ক্রান্তি জানিয়েছেন, মা বন্দে মূলত মা ও তাঁর ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি ছবি। ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে মানুষ নরেন্দ্র মোদিকেই দেখানো হয়েছে। পরিচালক আরও জানিয়েছেন, শৈশব, কৈশোর থেকে যুবক বয়সে পৌঁছানোর পথে বিরুদ্ধ পরিস্থিতিতে অতি সাধারণ ঘরের সন্তান নরেন্দ্র মোদির জীবন সংগ্রামকে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য যে বিভিন্ন সময়ে মা হীরাবেন যে তাঁর আসল অনুপ্রেরণা তা বারবার স্বীকার করেছেন মোদি। ছবিতে রাজনীতিক মোদিকে একপাশে সরিয়ে রেখে সেই মা ও ছেলের সম্পর্কের টান, ভালোবাসাই মূল উপজীব্য। প্রসঙ্গত ২০২২ সালে মাকে হারান মোদি। কিন্তু ব্যক্তিগত শোক সামলে প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠার কথাও দেখানো হবে ছবিতে। ছবির কাস্টিং বিষয়ে টিম মা বন্দের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণী তারকা উন্নি মুকুন্দনের চেহারা, লুকস্ ও অভিনয় দক্ষতা এই ছবির ট্রাম্প কার্ড। রিলিজ্ করলেই মা বন্দে দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয় হবে তা মনে করে টিম মা বন্দে।

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
3
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *