সংস্কৃত শিক্ষা চালু হচ্ছে পাকিস্তানে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
১৯৪৭ সালে দেশভাগের পর এই প্রথম সংস্কৃত ভাষা শিক্ষা চালু হতে চলেছে পাকিস্তানে। সূত্রের খবর, পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে পুরোদমে শুরু হতে চলেছে সংস্কৃত শিক্ষা। সূত্রের দাবি, সংস্কৃতের পাশাপাশি গীতা, রামায়ণ, মহাভারতের পাঠও উর্দুতে শুরু হবে। এ বিষয়ে পাঠক্রম ঢেলে সাজানো হচ্ছে। লাহোর বিশ্ববিদ্যালয়ের তরফে অধ্যাপক ডঃ আলি ওসমান কাসমি জানান, এক সময় সপ্তাহের শেষে বিশ্ববিদ্যালয়ে একটি করে সংস্কৃত ক্লাস হতো। পাকিস্তানের শিক্ষাবিদদের সুপারিশে ও শিক্ষার্থীদের প্রবল উৎসাহে পুরো দস্তুর সংস্কৃত ভাষার পঠনপাঠন শুরু হতে চলেছে। এ বিষয়ে পাকিস্তানের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজবিদ্যার অধ্যাপক ডঃ শাহিদ রশিদি বলেন, লাহোর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সংস্কৃত প্রাচীন পুঁথি রয়েছে যা বর্তমানে দুষ্প্রাপ্য ও দুর্মূল্য। সাধারণত গবেষকরাই সেগুলি নেড়েচেড়ে দেখেন। সেগুলি এবার পড়ুয়াদের কাজে লাগবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সংস্কৃত ব্যাকরণের জনক পাণিণি অবিভক্ত ভারতের পাঞ্জাবের ভূমিপুত্র ছিলেন। সংস্কৃত অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। এর চর্চা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, ভাষার কোনোও রাজনৈতিক বাধা হতে পারে না। ভাষা মানব সভ্যতার সেতু হিসাবে কাজ করে। ডঃ রশিদি আশাবাদী যে আগামী দিনে সংস্কৃত ভাষায় যেমন পন্ডিত উঠে আসবে পাকিস্তান থেকে তেমনই দক্ষিণ এশিয়ায় সুদৃঢ় হবে সাংস্কৃতিক বন্ধন।

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
