মিলিটারি একাডেমি থেকে প্রথম মহিলা অফিসার সাই

Views: 31
1 0

মিলিটারি একাডেমি থেকে প্রথম মহিলা অফিসার সাই

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

দেশে নারীশক্তির জয়যাত্রা অব্যাহত। ৯৩ বছরের একচ্ছত্র পুরুষ আধিপত্য ভেঙে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক হয়ে প্রথম মহিলা অফিসার হিসাবে ভারতীয় সেনায় যোগ দিলেন মহারাষ্ট্রের কোলাপুরের সাই যাদব। একে নজিরবিহীন ঘটনা বলে মানছে সব মহল। চার প্রজন্ম ধরে সেনাবাহিনীতে কর্মরত পরিবারের মেয়ে সাইয়ের কৃতিত্বে রীতিমতো খুশি বাবা মেজর সন্দীপ যাদব। বর্তমানে তিনি নাগাল্যান্ডে কর্মরত। জানা গিয়েছে, সাইয়ের প্রপিতামহ ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। ঠাকুর্দা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। সাইয়ের কৃতিত্বে তাঁকে অভিনন্দন জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

 

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসার হিসাবে যোগদান নতুন নয়। কিন্তু তাঁরা সকলেই চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে যোগ দিয়েছেন সেনার বিভিন্ন বিভাগে। সাম্প্রতিক সময়ে অপারেশন সিঁদুরের মুখপাত্র হিসাবে কর্ণেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংয়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। কিন্তু সকলকে ছাপিয়ে গিয়েছেন ২৩ বছরের সাই। ১৯৩২ সালে ব্রিটিশ রাজত্ব চলাকালীন দেরাদুনে স্থাপিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে শুধুমাত্র পুরুষরাই পাশ করে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পুরুষদের সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন প্রশিক্ষণ শেষ করে সসম্মানে উত্তীর্ণ হন সাই। সাইয়ের বাবা মেজর সন্দীপ যাদব জানিয়েছেন, বরাবরের মেধাবী ছাত্রী সাই দূরশিক্ষার মাধ্যমে পড়া শুরু করেছেন এমবিএ। তিনি আরও জানান, উত্তরাখন্ডের পিথোরাগড়ে টেরিটোরিয়াল আর্মির কুমায়ুন রেজিমেন্টের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে লেফটেন্যান্ট হিসাবে কাজে যোগ দেবেন সাই।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
2
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *