ঘন্টা হিসাবে স্বামী ভাড়া লাটভিয়ায়

Views: 44
2 0

ঘন্টা হিসাবে স্বামী ভাড়া লাটভিয়ায়

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

‘পুরুষ কি কম পড়িয়াছে!’ বাস্তবিক যেন উলটপুরাণ। পুরুষের অভাব দেখা যাচ্ছে ইউরোপের লাটভিয়ায়। ফলে ঘর গেরস্থালির কাজকর্ম সামলাতে ঘন্টা পিছু হিসাব করে স্বামী ভাড়া নিচ্ছেন সে দেশের মহিলারা। যদিও সেই স্বামী আদতে কাজের লোক ছাড়া আর কিছুই নয়। কারণ কাজ করিয়ে নিলেও সেই পুরুষকে স্বামী হিসাবে স্বীকৃতি দিতে নারাজ মহিলাদের সংখ্যা নেহাৎ কম নয়।

 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সূত্র মারফৎ জানা গিয়েছে, লাটভিয়ার মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ১৫.৫ শতাংশ বেশি। ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুরুষ নারীর মধ্যে ফারাক বেশ স্পষ্ট। বৈবাহিক সম্পর্ক হচ্ছে কম। ফলে বহু মহিলাই বস্তুত একা জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আরও জানা গিয়েছে, ঘরের বেশ কিছু কাজ যেমন জলের কল, পাইপলাইন মেরামত, বৈদ্যুতিক সরঞ্জাম লাগানো, কাঠের আসবাবপত্র সারাই করার জন্য ভাড়া করা স্বামীদের চাহিদা তুঙ্গে। অনলাইনে তাঁদের বুকিং করছেন মহিলারা। কাজ শেষ হলে ঘন্টা পিছু হিসাব করে ভাড়ার টাকা মিটিয়ে দিচ্ছেন তাঁরা। বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সে দেশের সরকারের। সূত্রের খবর, এমনিতে লাটভিয়ায় পুরুষের জন্মহার কিছুটা কম। এছাড়া পুরুষরা মহিলাদের তুলনায় অনেক বেশি ধূমপান করেন। ফলে ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যা অনেক বেশি। এর পাশাপাশি অতিরিক্ত জাঙ্ক ফুড পুরুষদের মধ্যে ডেকে আনছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থুলত্বের মতো লাইফস্টাইল ডিজিজ।

 

তবে বিষয়টি নিয়ে মন আদৌ ভালো নেই লাটভিয়ান মহিলাদের। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, অফিস কাছারিতে মহিলারাই সংখ্যা গরিষ্ঠ। পুরুষ সহকর্মী প্রায় নেই বললেই চলে। এতে কাজের পরিবেশ যেমন ঠিক থাকছে না তেমনই ছাপ পড়ছে সামাজিক যোগাযোগে। পুরুষের অভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ যে থাকছে না সে কথা এক বাক্যে স্বীকার করছেন সে দেশের মহিলারা।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
2
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *