*অভিনয় জগতে নেমে এলো শোকের ছায়া*
তমাল মুখার্জি, রঙ নিউজ
শীতের আমেজ আর সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে ঢাকা আমাদের কল্লোলিনী শহর। বর্তমান আর আগামী দিনের উৎসবের আমেজ মেতে উঠেছে পার্ক স্ট্রিটের সর্বত্র। চিড়িয়াখানা, মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা অনন্য দর্শনীয় স্থানে যখন দিনে দিনে ভিড় বাড়ছে, ধীরে ধীরে শহর হয়ে উঠছে উৎসবমুখর, ঠিক তখনই আমরা হারালাম তপন সিনহা, সত্যজিৎ রায় ও অরবিন্দ মুখোপাধ্যায়ের মতো তাবড় পরিচালকের ছবিতে আর উত্তম কুমার, দিলীপ কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করা শিল্পী, বড় পর্দার পাশাপাশি ছোটো পর্দায় নজর কাড়া অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় কে।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন রোগ ভোগের পর, রবিবার রাতে চলে গেলেন প্রায় চারশো সিনেমায় অভিনয় করা কল্যাণ চট্টোপাধ্যায়। পার্শ্ব চরিত্রে অভিনীত তাঁর সেরা ছবি সাগিনা মাহাতো, প্রতিদ্বন্দ্বী, ধন্যি মেয়ে ইত্যাদি। ছোটো পর্দায় “এক আকাশের নীচে” র জনপ্রিয়তা আজও মানুষের মুখে মুখে।
এই অভিনেতা পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন। সুজয় ঘোষ পরিচালিত হিন্দি সিনেমা “কহানি”তে, ওয়েব সিরিজ “তানসেনের তানপুরা” য় দেখা গিয়েছিল এই শিল্পী কে।
শারীরিক অসুস্থতার কারণে
বেশকিছু দিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি আর রবিবার রাতে আমাদের ছেড়ে আরো দূরে চলে গেলেন এই জনপ্রিয় শিল্পী। টলি পাড়ার সঙ্গে সঙ্গে আজ তাঁর অভিনয়ে মুগ্ধ অগণিত দর্শক আজ শোকস্তব্ধ।
(ছবি সংগৃহীত)
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
