ভূমিকম্প থেকে বাঁচতে শহরে বসছে ‘সিসমিক বার’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ভূমিকম্পের অভিঘাত থেকে বাঁচতে কলকাতার প্রাচীন বাজারগুলিতে ভূকম্পরোধী ‘সিসমিক বার’ বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে ধর্মতলা অঞ্চলে শতাব্দী প্রাচীন নিউ মার্কেটে সিসমিক বার বসানোর কাজ শুরু হবে। পরে অন্যান্য পুরনো বাজার ও সরকারি, বেসরকারি ভবনেও এই কাজ শুরু হবে। এ বিষয়ে নিউ মার্কেটে জরিপের কাজ শুরু করেছে কলকাতা কর্পোরেশন।
সাম্প্রতিক সময়ে যথেষ্ট বেড়েছে ভূমিকম্প। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কলকাতা কর্পোরেশন। এ বিষয়ে কলকাতা কর্পোরেশন বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি জানান, মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূবিদ্যা বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন পুর কমিশনার সুমিত গুপ্তা সহ অন্যান্য পুর কর্তারা। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মাটি খুঁড়ে ভূমিকম্পরোধী বিশেষ তার বসানো হবে নিউ মার্কেট চত্বরে। এই কাজের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। আরও জানা গিয়েছে, এই বিশেষ ভূমিকম্পরোধী তারের সঙ্গে প্রতিটি দোকান সংযুক্ত করা হবে। এতে ভূমিকম্পের অভিঘাত অনেকটাই কম হবে মনে করছে কলকাতা কর্পোরেশন।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
