শ্রীঘ্রই শুরু হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
রামানন্দ দাস: Rong News
আগামী ২১ আগস্ট রবিবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। টোকিওতে ২৮ শে আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট । ভারতের ব্যাডমিন্টন প্রেমীদের বিশেষ নজর থাকবে সদ্য কমনওয়েলথ গেমসে সোনা জয়ী দুই তারকা খেলোয়াড় পি ভি সিন্ধু ও লক্ষ্য সেনের দিকে। এছাড়াও উল্লেখযোগ্য ভারতীয় শাটলার লড়াইয়ে রয়েছে কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয় । এখনো পর্যন্ত চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক রয়েছে পি ভি সিন্ধুর ঝুলিতে। স্বর্নপদক জিতেছেন ২০১৯ শে, আর ২০২২ শে তাকে আরো ছন্দে দেখাচ্ছে প্লে গ্রাউন্ড খেলায়। অন্যদিকে পুরুষ সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর শাটলার লক্ষ্য সেন। ২০২১ সালে তিনি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। সব নিয়ে আমরা গভীর আশাবাদী, হয়তো জয় মাত্র কিছু সময়ের অপেক্ষা! তাদের প্রতি ভারতবাসীর রইল অজস্র শুভেচ্ছা।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
