এশিয়া কাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ
– প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ
পেরিয়ে গেছে ১০টা মাস, বদলেছে বহু কিছু কিন্তু আবেগটা যেন ক্রমশই আরোই বেড়ে গেছে। আজ থেকে ঠিক ১০ মাস আগে ওয়ার্ল্ড টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। তারপর ভারতের অধিনায়কত্ব সামলেছেন রোহিত শর্মা। ভারতকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে নিয়ে গেছেন তিনি। এশিয়া কাপের ১৫তম আসরে আজ ফের একই মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের লড়াইটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর হিসেবেই পরিচিতি লাভ করেছে। এই মর্যাদার লড়াইয়ে জিততে মুখিয়ে থাকে দু’দলই। তাই প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। রাজনৈতিক সমস্যার কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দু’দেশের ক্রিকেট বোর্ড। সর্বশেষ ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলো ভারত-পাকিস্তান। তাই একে অপরের মুখোমুখি হতে ভারত-পাকিস্তানের অপেক্ষা করতে হয়- আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপের জন্য। এবার এশিয়া কাপের মঞ্চে লড়বে ভারত ও পাাকিস্তান। 
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট ১৩টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ৭টি আর পাকিস্তান জিতেছে ৫টিতে। একটি ম্যাচে কোনোও ফল হয়নি।
আজকের দুই দলই করা জায়গা পেয়েছেন –
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আভেশ খান।
স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, হাসান আলি, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
স্টার নেটওয়ার্কে এশিয়া কাপ সম্প্রচার করা হচ্ছে, তাই স্টার স্পোর্টসের (Star Sports) বিভিন্ন চ্যানেলে সরাসরি ম্যাচটি দেখা যাবে। ম্যাচ দেখা যাবে হটস্টারেও।
ভারতীয় সময় ঠিক রাত সাড়ে সাতটায় (রাত ৭:৩০)।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
