৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিল পুলিশ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ৫১টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল গোলাবাড়ি থানার পুলিশ। মাঝেমধ্যেই ‘ফিরে পাওয়া’ নামে অনুষ্ঠানের আয়োজন করে ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত গোলাবাড়ি থানার উদ্যোগে ৫১টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অনুপম সিং ও গোলাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে গোলাবাড়ি থানার উদ্যোগে ৫১টি মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকেরা। ডিসি অনুপম সিং নিজেই ফোনগুলি মালিকদের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে সকলেই খুশি। পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তারা। গোলাবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। যথাযথ নথিপত্র দেখে সেগুলি বৃহস্পতিবার প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইল ফিরে পেয়ে আব্দুল খালেক, লীনা সিং, শান্তিময় চ্যাটার্জিরা বলেন, বেশ কিছুদিন আগে ফোন হারিয়ে যায়। থানায় অভিযোগ জানিয়েছিলাম। মোবাইল যে কোনোওদিন ফিরে পাব ভাবতে পারিনি। পুলিশকে অনেক ধন্যবাদ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
