বিড়ির বদলে মিলল কাঁচি
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কথায় আছে আজ নগদ কাল ধার। কিন্তু সে পথে না হেঁটে ধারে বিড়ি কিনতে গিয়েছিলেন ক্রেতা। ধার তো মিললই না, বরং ধারে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে উল্টে পেটে ধারালো কাঁচির আঘাত নিয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো ক্রেতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে হাওড়া সিটি পুলিশের শিবপুর থানা এলাকার মালিবাগানে। সেখানে ধারে বিড়ি দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে ক্রেতাকে ধারালো কাঁচির আঘাতে জখম করার অভিযোগ উঠলো দোকানদারের বিরুদ্ধে। আহতের নাম ইউনুস শেখ। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তার। স্থানীয় সূত্রে দাবি, বৃহস্পতিবার মালিবাগান এলাকার একটি দোকানে বিড়ি কিনতে যান ইউনুস শেখ। ধারে বিড়ি দেওয়াকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে বচসার সূত্রপাত ঘটে। বচসার জেরে আচমকাই একটি কাঁচি বের করে ইউনুসের পেটে একাধিকবার বসিয়ে দেয় দোকানদার। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়েন ইউনুস। স্থানীয়রা ছুটে এসে আহতকে চিকিৎসার জন্য নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। অভিযুক্ত দোকানদারকে গ্রেপ্তার করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
