প্রকাশিত হলো আনন্দমেলা পত্রিকার শারদ সংখ্যা 

Views: 216
1 0

প্রকাশিত হলো আনন্দমেলা পত্রিকার শারদ সংখ্যা

তৃণা মুখার্জ্জী   , Rong News

গত ৩ রা সেপ্টেম্বর শিয়ালদহের কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে প্রকাশিত হলো বিশিষ্ট কবি-সাহিত্যিক গোপা ভট্টাচার্য সম্পাদিত আনন্দমেলা সাহিত্য পত্রিকা গোষ্ঠীর শারদ সংখ্যা। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক সুশান্ত ঘোষ, দিলীপ রায়, দেবানন্দ মণ্ডল সহ প্রায় সত্তর জন কবি-সাহিত্যিক ।

অনুষ্ঠানে প্রতিমা ভট্টাচার্যের নেতৃত্বে রিয়া বসু, প্রজ্ঞানন্দ মুখোপাধ্যায়, শুভ্রা চট্টোপাধ্যায়, আনন্দ শিকারী প্রমুখরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিরা পাঠ করেন স্বরচিত কবিতা। শুধু তাই নয় অনুষ্ঠানে একটি আবৃত্তি প্রতিযোগিতাও হয়। সেখানে প্রথম স্হান অধিকার করেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীরামপুরের সেঁজুতি বসু। তার কবিতা পাঠ উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। বাহ্যিক আড়ম্বর নয় সাহিত্য সংক্রান্ত আলোচনা, আবৃত্তি পাঠ, সঙ্গীত সব কিছু মিলে তিন ঘণ্টার এই অনুষ্ঠানের মূল সুর ছিল অকৃত্রিম আন্তরিকতা যা আগত কবিদের মুগ্ধ করে। ধনঞ্জয় ভট্টাচার্যের সঞ্চালনার গুণে সমগ্র অনুষ্ঠানটি রসগ্রাহী তথা মনোগ্রাহী হয়ে ওঠে।

এর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে গলায় উত্তরীয় পড়িয়ে ও হাতে মেমেণ্টো তুলে দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রতিটি কবির হাতে তুলে দেওয়া হয় মেমেণ্টো, শংসা পত্র ও শারদ সংখ্যা। আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে আগত কবিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দমেলা সাহিত্য পত্রিকা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সম্পাদিকা তথা মনস্তাত্ত্বিক উপন্যাস ‘অন্তর্লীন’-এর লেখিকা গোপা দেবী বললেন – প্রতি বছর অনেক শারদ সংখ্যা প্রকাশিত হয়। ভিড়ের মাঝে আমাদের পত্রিকা যাতে হারিয়ে না যায় তার জন্য সতর্ক থাকি। বেছে নিই ভিন্ন স্বাদের কবিতা। উৎসাহ দিই নতুন কবিদের। ভাল মন্দ বিচারের দায়িত্ব ছেড়ে দিই পাঠকের উপর।

 

 

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *