হেমন্তে একটুকরো শরৎ এনে দিল নন্দিনী
পারমিতা সান্যাল: Rong News
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প প্রসঙ্গে লিখেছিলেন, “শেষ হয়েও হইল না শেষ”। ঠিক তেমনই হেমন্তকালে একটুকরো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আমেজ নিয়ে এলো নন্দিনী। ২৭-শে নভেম্বর রবিবাসরীয় সকালে উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে এই বছর তাদের পঞ্চম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন সংস্থার পক্ষ থেকে তিনটি লেখকের বই প্রকাশ করা হয়। নন্দিনী মূলত নারীদের তৈরি নারীদের জন্য ত্রৈমাসিক বাণিজ্যিক পত্রিকা। যেখানে শুধু নারী নয়, নারী পুরুষ নির্বিশেষে সম্পূর্ন সমাজের চিত্র তারা তুলে ধরেন। এদিন সংস্থার পক্ষ থেকে তিনজনকে ‘সবুজ সাথী’ পুরস্কারে ভুষিত করা হয়। মাটির গানে সহজ মা যেমন আকর্ষণে ছিলেন তেমনি সংস্থার তরফে ‘জাগো দুর্গা’প্রোজেক্ট। গান, নাচ, কবিতা পাঠের সাথে সাথে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়, যেই আলোচনায় উঠে আসে দুর্গা পুজোর সেকাল-একাল। সুতরাং উৎসব প্রিয় বাঙালি রবিবাসরীয় হৈমন্তিক সকালে শরতের উষ্ণ নস্টালজিক আমেজ গায়ে মেখে উৎসবমুখর হবে, এ আর বলার অপেক্ষা রাখে না।

Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
