বজ্রপাত ঠেকাতে তালগাছ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
বজ্রপাত ঠেকাতে তালগাছ ফিরিয়ে আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বন দপ্তর। তালগাছের বজ্র নিরোধক ক্ষমতার কথা মাথায় রেখে বজ্রপাত প্রবণ ৪টি জেলায় তালগাছ রোপণের বিশেষ কর্মসূচি নিতে চলেছে বন দপ্তর।
চলতি সময়ে ঝড় বৃষ্টির সঙ্গে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন ঘন বজ্রপাত। প্রতি বছর বজ্রপাতের কারণে মৃত্যু হচ্ছে মানুষের। সংখ্যাটি নেহাৎ কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, তালগাছ যথেষ্ট পরিমাণে কমে যাওয়া এর অন্যতম কারণ। তাঁরা আরও বলছেন, তালগাছ এমনিতেই যথেষ্ট লম্বা গাছ। কিছু কিছু তালগাছের উচ্চতা প্রায় ১০০ ফুট পর্যন্ত হয়ে থাকে। বজ্রপাতের প্রাথমিক ধাক্কা কিন্তু সামলাতে পারে এই তালগাছ। তালগাছের শিকড় মাটির অনেকটা গভীরে থাকার কারণে তা প্রাকৃতিক ‘আর্থিং’-র কাজ করে থাকে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বজ্রপাত ঠেকাতে আপাতত ৩০০ কিমি রাস্তায় তালগাছ বসানো হবে। এ বিষয়ে পাইলট প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বাঁকুড়ায় ১৫০, পুরুলিয়ায় ১০০, বীরভূম ও বর্ধমানে ৫০ কিমি রাস্তায় বসানো হবে তালগাছের চারা। জনবসতি দেখে স্থান নির্বাচন করে প্রতি ৪ মিটার অন্তর বসানো হবে তালগাছ। আগামী দিনে অন্যান্য জেলাতেও বজ্রপাত ঠেকাতে তালগাছ বসানোর চিন্তা ভাবনা করছে বন দপ্তর।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
