*হালকা নয়, জোরালো কম্পনে কেঁপে উঠল কলকাতা সহ একাধিক জায়গা*
নবনীতা পাল , Rong News
শুক্রবার সকালে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে মাঝারি তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি হালকা দুলুনি অনুভূত হওয়ায় বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে খবর। বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। কোচবিহারেও টের পাওয়া গেল কম্পনের ঝটকা। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প। ভূমিকম্পের কম্পঙ্ক 5.7।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
