পদ্ম জোটে আস্থা রাখল বিহার

Views: 34
2 0

পদ্ম জোটে আস্থা রাখল বিহার

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

বাজিমাৎ করল নীতীশ মোদি ম্যাজিক। বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে দিয়ে রীতিমতো গেরুয়া ঝড় তুলে পদ্ম ফুটল বিহারে। বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে ২০১টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দশম বারের জন্য ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন এনডিএ জোটের জেডিইউ বা জনতা দল ইউনাইটেড দলের প্রার্থী নীতীশ কুমার। অন্যদিকে মাত্র ৩৫টি আসন পেয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাহুল গান্ধী, তেজস্বী যাদবের মহাগঠবন্ধন।

 

চলতি সময়ে সকলের নজর ছিল দেশের পূর্ব প্রান্তে বিহারে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে মহাজোট বাঁধেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দল আরজেডি বা রাষ্ট্রীয় জনতা দল। জোটের মুখ ছিলেন রাহুল ও লালু পুত্র তেজস্বী যাদব। কিন্তু তা যে আদৌ কাজে আসেনি তার প্রমাণ ভোটের ফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিহারে এনডিএ জোটের জয়ের পিছনে অন্যতম ফ্যাক্টর হয়েছে মহিলা ভোট। নির্বাচনের আগে মহিলা ক্ষমতায়নের কথা বলে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে দশ হাজার টাকা করে দিয়েছে নীতীশ কুমারের সরকার। ফলে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন এনডিএকে। সূত্রের খবর, এবার বিহার বিধানসভা নির্বাচনে মহিলা ভোট পড়েছে ৭১ শতাংশ যা কিনা সর্বকালীন রেকর্ড। অন্যদিকে তেজস্বীর জিতে সরকার গড়ে মহিলাদের ২৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি কাজেই আসেনি। এর সঙ্গে জয়ের অন্যতম দাবিদার রাজ্যের সংখ্যালঘু ভোট যা কার্যত সুইং করেছে এনডিএর পক্ষে। এর পাশাপাশি প্রবীণদের বার্ধক্য ভাতা ৪০০ থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে নির্বাচনের আগে। এছাড়াও ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত বিলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনাদেশ একতরফা তাদের পক্ষে নিয়ে নেয় এনডিএ জোট। ফলে নীতীশ কুমারের নেতৃত্বে নতুন বিহার গড়ার ডাকে সাড়া দিয়ে নিতীশ মোদির ওপরেই আস্থা রাখল বিহার।

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
2
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *