এবার কলকাতা ম্যারাথনে উদয়
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
ব্লেড রানার উদয় কুমার ,তিনি আগামী ১৮ই ডিসেম্বর কলকাতা আসন্ন টাটা স্টিল কলকাতা ২৫কে প্রতিদ্বন্দ্বীতা করবেন।উদয় বিহারের বাসিন্দা।২০১৭ সালে আগরপাড়া রেল স্টেশনে একটি দুর্ঘটনার পর তিনি বাঁপায়ে অস্ত্রপাচার করাতে বাধ্য হন।এর ফলে তার পা দেহ থেকে বাদ দিতে হয়।
তিনি জানান “আমি একমাত্র এবং পরিবারের উপার্জনকারি সদস্য , তখন দুর্ঘটনা ঘটেছিল এবং আমার পা হারাতে হয়েছিল,তখন সেটি পরিবারের কাছে বিরাট আঘাত ছিল। সেই সময় আমি আমি কৃত্রিম প্লাষ্টিকের একটি পা জোগাড় করতে সক্ষম হই।পরে ইন্টারনেট থেকে আমি এ বিষয়ে অনেক তথ্য পাই,যা আমাকে অনেক কিছু জানতে সাহায্য করে।আমি কলকাতা এসে সেটির ব্যবহার শুরু করি এবং এখন আমি নিজের ওপর নির্ভরশীল” ।
৩২বছর বয়সী উদয় তিনি দিল্লি, মুম্বাই এবং দার্জিলিং ম্যারাথনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।এই ইভেন্টে তিনি তার সময় আরোও ভাল করার চেষ্টা করছেন।তিনি আরো বলেন “আমি ১ঘন্টা ৩০ মিনিটের মধ্যে ১০ কিঃমিঃ শেষ করার লক্ষ্য রাখব।”
উদয় কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং তার এই কর্মকান্ডের জন্য সরকারি সাহায্যের আশায় রয়েছেন। সাহায্য পেলে তিনি তার লক্ষ্যে নিশ্চিত পৌঁছতে পারবেন।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
