সম্প্রীতি বঙ্গ সাহিত্যে কুটির প্রকাশনী সংস্থার বইঠক আড্ডায় নক্ষত্র সমাবেশ
রাকেশ শর্মা, এডিটর ইন চিফ , রঙ নিউজ; কলকাতা ;
হাতিবাগানের নেটি বিনোদনি মেমোরিয়াল এমপি থিয়েটার সভাস্থলে সম্প্রীতি বঙ্গসাহিত্যে কুটির প্রকাশনী সংস্থা দ্বারা বইঠক আড্ডা আয়োজন করা হয় । সংস্থার পক্ষে প্রথম এই কার্যক্রম উত্থাপন করেন প্রকাশক সমিতেন্দ্র ভট্টাচার্য। এখানে বাংলা সাহিত্যের বর্তমান বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হরিপদ মহাশয় (প্রখ্যাত আঞ্চলিক ইতিহাস গবেষক), রাজীব শ্রাবন ( সাহিত্যিক), আকাশ পাইন( পদাতিক পত্রিকার সম্পাদক), শুভঙ্কর রণিত(আক্ষর কথা প্রকাশনীর প্রকাশক), রণিত ভৌমিক (গদ্যকার ) ও শাশ্বত দাস ( “পরিচিত” সংগঠনের প্রতিষ্ঠাতা )। সাময়িক বিষয় নিয়ে কবিতা পাঠ করেন বহু কাব্য আবৃত্তি কার । লেখিকা পি. শাশ্বাতী র একটি পাঠ বই – “একবিংশ শতাব্দীর অনুভবে” প্রকাশ করা হয় । এছাড়া মনোরম সংগীত পরিবেশন করা হয় ।
শারীরিক অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারেননি বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য্য ,কিন্তু সে এই প্রকাশনীর কার্য প্রণালী তে অভিভূত হয়ে মঞ্চে সকলে উপস্থিত থাকা কালীন ফোনে যোগাযোগ করে নিজের একটি চলচ্চিত্র নিয়ে লেখা পাণ্ডুলিপি এই প্রকাশনী র মাধ্যমে প্রকাশ এর জন্য প্রতিশ্রুতি দান করেন।এছাড়া সাহিত্যিক রজীব শ্রাবন ও বিশিষ্ট আঞ্চলিক ইতিহাস গবেষক হরিপদ ভৌমিক মহাশয় ,দুজনেই এই প্রকাশনীর কার্যাবলী তে প্রভাবিত হয়ে পরবর্তী বছর তাদের বই এই প্রকাশনী থেকে প্রকাশ করার কথা জানান।


Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
