“চমকের পশরা সাজিয়ে ৪৬তম আন্তর্জাতিক ব ই মেলা—–
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
৪৬তম আন্তর্জাতিক ব ই মেলা উদ্বোধন হতে মাত্র আর কটা দিন বাকি। ব্যস্ততার নিরিখে চূড়ান্ত। আগামী ৩০শে জানুয়ারী দুপুর ২টোয় ব ই মেলা প্রাঙ্গনে উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা ব ই মেলা ২০২৩। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মানণীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গে সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন স্পেনের মন্ত্রী মানণীয়া মারিয়া খোসে গালবেজ্ সালভাদর এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মাণনীয় মন্ত্রীগণ এবং স্পেন ও বাঙলার কবি-সাহিত্যিক ও গুণীজন।
এবারের ব ই মেলায় থাকছে ৯টি তোরণ,তার প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরনো যাবে।৭০০টি বড় ব ই এর স্টল ও ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল সমৃদ্ধ এই ব ই মেলা।একটি তোরণ হচ্ছে স্পেনের তোলেদো গেটের আদলে। বাকি তোরণের মধ্যে আছে বিশ্ববাংলা গেট এবং শতবর্ষ হিসেবে অগ্নিবীণা গেট। দ্বিশত জন্মশত বর্ষ উদযাপনে বইমেলার দুটি হল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারিচরণ সরকারের নামে। লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন হবে রমাপদ চৌধুরীর নামে।এ বছর তাঁর জন্মশতবর্ষ।থাকছে প্রেস কর্ণার,মৃণাল সেন ও তরুণ মজুমদারের নামে দুটি মন্চ।
যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর দিচ্ছেন অতিরিক্ত বাস পরিষেবা। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি রুটে স্থির করা হবে নির্ধারিত অটোভাভাড়া। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিষেবা প্রদান করছে ব ইমেলার হেলথ পার্টনার পিয়ারলেস হসপিটৈক্স হসপিটাল ও রিসার্চ সেন্টার লিমিটেড।এবার সিইএসসির সহায়তায় থাকছে ব আয়েশার আ্যন্ড্রয়েড আ্যপ।
এবারের ব ই মেলায় সরাসরি ও যৌথভাবে অংশ গ্ৰহণ করছে ২০টি দেশ।এই প্রথম ব ই মেলায় অংশ নিচ্ছে থাইল্যান্ড।
গতবছরের মত এবারেও আন্তর্জাতিক কলকাতা ব ই মেলা সরাসরি ভার্চুয়াল দেখা যাবে গিল্ডের সোশাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইট মাধ্যমে।ব ই মেলার অন্যতম আকর্ষন কলকাতা লিটারেচার ফেস্টিভাল হবে ৯ থেকে ১১ফেব্রুয়ারী ২০২৩। এবার শুধু শবরীর প্রতিক্ষা…।
২৩.০১.২৩
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
