সরস্বতী পুজোয় মেতে উঠল গণপুরের কচিকাচারা
তৃণা মুখার্জ্জী , Rong News
বাগদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠল পশ্চিম মঙ্গলকোটের গণপুর তরুণ সংঘের কচিকাচারা। এদের মূর্তির ভাবনায় আছে যথেষ্ট নতুনত্ব। একাদশ শ্রেণির ছাত্র জিৎ ও তার থেকে কিছুটা বড় সুদেব – এই দুজন মিলেই তৈরি করেছে এই মূর্তি।
শিল্পীর ভাবনায় মহাদেব কন্যা দেবী সরস্বতী এখানে পিতা শিবের হৃদয়ে অবস্থান করছেন। দেখলে মনে হবে পিতা যেন পুজোর সময় তার সন্তানকে নিজে সঙ্গে করে নিয়ে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মূর্তি দ্যাখার জন্য ভিড়ও বাড়ছে।
গত ২৫ বছর ধরে এখানে পুজো হলেও গত ৫ বছর ধরে জিৎ, সুদেব, স্বস্তিকা, মিতালী, বাপ্পা, রাহুল, অয়ন, ঋজু, শিল্পা, মেঘা, রূপালী সহ অন্যান্য ক্ষুদেরা নিজেদের সাধ্যমতো পুজোর আয়োজন করে চলেছে। পাশে আছে তাদের অভিভাবকরা। অনেক কিছু অভাবের মধ্যেও ওদের আনন্দের কোনো অভাব নাই।
অন্যতম কারিগর জিৎের কাছে জানা গ্যালো – মামার বাড়িতে গিয়ে সে এই থিমটা পেয়েছে। তারপর দু’জনে আলোচনা করে এই মূর্তি তৈরি করেছে। কাঠামোর ভাবনাটা সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে আয়ত্ব করেছে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Dibyendu Das
