৭র হাতে ৪, মৃত্যুপুরীতে রূপকথা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ঠিক যেন রূপকথা। সদ্য ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায়, হাজার হাজার মৃত্যু ও ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া অবস্থায় শিশুর প্রাণের স্পন্দন। দীর্ঘ ১৭ ঘন্টা সিরিয়ার সাত বছরের দিদি মরিয়মের ধ্বংসস্তূপের নিচে আগলে রাখা চার বছরের ভাইয়ের ছবি প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। ভাইয়ের মাথায় রক্ষাকবচের মতো হাসিমুখে দিদির হাত আক্ষরিক অর্থেই মৃত্যুর হীম শীতলতার মাঝে বুঝি রূপকথার কাব্য রচনা করেছে। মৃত্যুপুরীতে বিপর্যয়ের মাঝে বেঁচে থাকার, আগলে রাখার অদম্য ভালোবাসার অটুট বন্ধনকে চোখের জলে কুর্নিশ জানাতে দ্বিধা করেনি তামাম বিশ্ব। উদ্ধারকারী দলের হাত ধরে ভাইবোন ঠাঁই পেয়েছে হাসপাতালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আদামন ঘেব্রেইসাস টুইট বার্তায় জানান, ‘এমন সাহসী মেয়েকে অশেষ শ্রদ্ধা।’
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
