কোহিনূরহীন মুকুটে অভিষেকে আসবেন ক্যামিলা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

বিতর্ক এড়াতে চিরাচরিত প্রথা ভেঙে ব্রিটেনের রাণীর মুকুটে শোভা পাওয়া বিশ্বের সবথেকে বড়ো ও বহুমূল্য ১০৫ ক্যারেটের কোহিনূর হিরে ছাড়াই প্রয়াত রাণী এলিজাবেথের পুত্র চার্লসের অভিষেকে আসবেন ক্যামিলা। তবে কোহিনূরের বদলে অন্য হিরে থাকবে মুকুটে। বলাই বাহুল্য যে এর ফলে কোহিনূরকে চাক্ষুষ দেখা থেকে বঞ্চিত হবেন অসংখ্য মানুষ।

কোহিনূর ঘিরে এমনিতেই যথেষ্ট বিতর্ক রয়েছে। ভারতের দাক্ষিনাত্যে এর উৎপত্তির পর দিল্লির আফগান সুলতান আলাউদ্দিন খিলজি হয়ে মুঘলদের হাত ঘুরে তা যায় পারস্যের সুলতান নাদির শাহের হাতে। নাদির শাহ হিরেটির নাম দেন কোহিনূর অর্থাৎ আলোর পাহাড়। ফের তা পাঞ্জাবের শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরসূরির থেকে নিয়ে রাণীকে উপহার দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই থেকে রাণীর রয়্যাল ক্রাউনেই সেটি শোভা পাচ্ছে। স্বাধীনতার পর ভারত বহুবার কোহিনূর ফিরে পাওয়ার আবেদন করলেও তাতে কান দেয়নি ব্রিটেন। তবে বিতর্কিত হিরে নিয়ে নতুন বিতর্ক না পসন্দ ক্যামিলার। তাই কোহিনূর ছাড়াই অভিষেকে থাকতে চান তিনি। বাকিংহাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, মে মাসে চার্লসের রাজকীয় অভিষেক অনুষ্ঠান। সেখানে মুকুটে বসানো কোহিনূর হিরে ছাড়াই উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন চার্লস পত্নী ক্যামিলা। এর বদলে সদ্য প্রয়াত রাণী এলিজাবেথের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুলিনান ৩,৪ ও ৫ হিরে বসানো হবে নতুন রাণীর মুকুটে। বাকিংহাম প্যালেস সূত্রে আরও জানা গিয়েছে, এটি একান্ত ভাবেই ক্যামিলার ব্যক্তিগত সিদ্ধান্ত।
