৫০ বছর পর দেবী চৌধুরাণীকে ফেরাচ্ছেন প্রসেনজিৎ শ্রাবন্তী

Views: 88
2 0

৫০ বছর পর দেবী চৌধুরাণীকে ফেরাচ্ছেন প্রসেনজিৎ শ্রাবন্তী

 

সোমনাথ মুখোপাধ্যায়: Rong News

 

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কালজয়ী জনপ্রিয় উপন্যাস দেবী চৌধুরাণী অবলম্বনে নতুন করে নির্মিত ছবি মুক্তি পেতে চলেছে বড়ো পর্দায়। প্রসেনজিৎ ও শ্রাবন্তী অভিনীত ছবিটি বড়ো পর্দায় মুক্তি পাবে নতুন বছর অর্থাৎ ২০২৪য়ে। সূত্রের দাবি, স্টার কাস্টিং, লোকেশনে জমজমাট হিট ছবি হবে দেবী চৌধুরাণী। জানা গিয়েছে, বাংলা ছাড়াও আরও ছটি ভারতীয় ভাষায় মুক্তি পেতে চলেছে দেবী চৌধুরাণী।

 

বাংলা চলচ্চিত্রে সাহিত্য নির্ভর ছবি করার রেওয়াজ দীর্ঘদিনের। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের সৃষ্টি অবলম্বনে নির্মিত হয়েছে একাধিক হিট ছবি। প্রমথেশ বড়ুয়া হয়ে উত্তম সৌমিত্র জুটি অভিনীত দেবদাসের মতো ছবি দুবার তৈরি করেছে টালিগঞ্জ। সেই তালিকায় নয়া সংযোজন দেবী চৌধুরাণী। ১৯৭৪য়ে দীনেন গুপ্ত পরিচালিত দেবী চৌধুরাণীতে নাম ভূমিকায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। ভবানী পাঠক হন বসন্ত চৌধুরি। সেটা ছিল সাদাকালো ছবির যুগ। ৫০ বছর পর শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় নয়া দেবী চৌধুরাণীতে নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। অন্যদিকে লুকস্ পাল্টে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। অন্যান্য কাস্টিং পরে ঠিক হবে বলে জানান পরিচালক। পরিচালক আরও জানান, সাসপেন্স, রোমান্স, অ্যাকশনপূর্ণ ছবিতে সন্ন্যাসী বিদ্রোহকে ফোকাস করার জন্য আসছেন বলিউড খ্যাত অ্যাকশন মাস্টার শ্যাম কৌশল। ছবিটি দর্শকদের মন জয় করবেই বলে মনে করেন পরিচালক।

 

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
1
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *