যে গ্রামের সকলেই অন্ধ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
গ্রামের ৭০টি ঘরের প্রায় ৩০০ জন বাসিন্দাদের কেউই চোখে দেখতে পান না। সকলেই পুরোপুরি অন্ধ। এমনকি গ্রামের গৃহপালিত পশুরাও অন্ধ। এমনই অদ্ভুত গ্রাম মেক্সিকোর টিলটেপেক। জানা গিয়েছে, জাপোটেক উপজাতির বাস টিলটেপেকে। সেখানে জন্মের সময় সুস্থ সবল ভাবেই ভূমিষ্ঠ হয় জাপোটেক শিশুরা। কিন্তু মাত্র সপ্তাহখানেকের মধ্যেই তারা চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। এই ঘটনাকে দেবদেবীর অভিশাপ বলে গ্রামবাসীদের একাংশ মনে করলেও অন্ধত্বের জন্য লাবজুয়েলা নামে একধরনের স্থানীয় গাছকে দায়ী করেন অন্যরা। লাবজুয়েলা শয়তান গাছ বলে পরিচিত গ্রামবাসীদের কাছে। বিষয়টি নজরে আসাতে নড়েচড়ে বসেছেন মেক্সিকো সরকারের কর্তাব্যক্তিরা। নড়েচড়ে বসেছেন বিজ্ঞানীরাও। যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে পরীক্ষানিরীক্ষা চালিয়ে লাবজুয়েলার কোনোও ক্ষতিকর প্রভাবের প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, এই অঞ্চলে ব্ল্যাক ফ্লাই নামে বিষাক্ত প্রজাতির মাছির আধিপত্য রয়েছে। মানুষ থেকে পশু সকলেই ব্ল্যাক ফ্লাইয়ের শিকার। তাদের কামড়ই অন্ধত্বের কারণ বলে বিজ্ঞানীদের অনুমান।

Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
