নম্রতা মুখার্জী , Rong News
সরস্বতী পুজোর দুপুরে যেন বিষাদের সুর। ফের শারীরিক অবস্থার অবনতি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। শনিবার সকালে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। উল্লেখ্য, কিছুদিন আগে করোনা আক্রান্ত গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। নিউমোনিয়া ধরা পরে ৯২ বছরের কিংবদন্তীর।
শনিবার মুম্বইয়ের ওই হাসপাতালের তরফে একোটি বিবৃতি জারি করে বলা হয়, “শারীরিক অবস্থার অবনতি হয়েছে লতা মঙ্গেশকরের। গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।” বাগদেবীর আরাধনার দিন এই কিংবদন্তীর অবস্থার আচমকা অবনতি হওয়ায় তাঁর জন্য প্রার্থনা করছেন অনুরাগীরা।

