সেনা ও আধাসেনার সংঘর্ষে রণক্ষেত্র সুদান
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
সুদানের বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র আফ্রিকার সুদানের রাজধানী খার্তুম। সংঘর্ষ পাল্টা সংঘর্ষের আতঙ্কে ঘরবন্দি সাধারণ মানুষ। জানা গিয়েছে, কয়েকদিন ধরে দুই বাহিনীর মধ্যে ছোটোখাটো সংঘর্ষ চললেও পরে তা হিংসাত্মক চেহারা নিলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা খার্তুমে। খার্তুমে আধাসেনা রাপিড সাপোর্ট ফোর্সের সদর দপ্তরে সেনাবাহিনী বিধ্বংসী হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ উড়িয়ে দিয়ে সেনাবাহিনীর তরফে ব্রিগেডিয়ার আবদুল্লা জানান, সেনাপ্রধান জেনারেল বুরহানের বাসভবনের সামনে ব্যাপক গোলাগুলি চালিয়েছে আধাসেনা। দু পক্ষের চাপানউতোরের মধ্যেই খার্তুম বিমানবন্দর নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে আধাসেনা। দুই বাহিনীর মধ্যে জবাব পাল্টা জবাবে ক্ষমতা দখলের অশনি সংকেত দেখছেন সুদানের মানুষ। সে দেশে বসবাসকারী ভারতীয়দের ঘরের বাইরে বেরুতে নিষেধ করেছে ভারতীয় দূতাবাস। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয় ভারতীয় দূতাবাসের তরফে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
