ধর্ষণ রুখতে কবরে তালা, পাকিস্তানে!
বুবুন মাইতি; Rong News
নেক্রোফিলিয়া বা শবদেহের সঙ্গে যৌনাচারের ঘটনা বিরল নয়। ২০১১ সালে পাকিস্তানে এরকম একটি ঘটনার কথা সামনে এসেছিল। পাকিস্তানি দৈনিক ‘ডেইলি টাইমস্’-এর এডিটোরিয়ালে দাবি সাম্প্রতিক কালে এ অপরাধ বাড়ছে।
এডিটোরিয়ালের বক্তব্য অনুযায়ী,কবর থেকে তুলে মেয়েদের দেহ ধর্ষণ করা হচ্ছে। পাকিস্তানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। কিন্তু মৃত্যুর পরেও যৌন লালসা থেকে রেহাই পাচ্ছে না নারীদেহ। এবার তাই মৃতা নারীর আব্রু রক্ষার্থে কবরের উপর লোহার গেট লাগিয়ে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হচ্ছেন বাড়ির লোক।
পাকিস্তানের জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য বলছে, ৪০শতাংশেরও বেশি পাকিস্তানি মহিলা জীবনে কখনও না কখনও যৌন হিংসার স্বীকার হয়েছেন। ‘পাকিস্তান টাইমস্’-এর এডিটর-ইন-চিফ ওয়াসিম আহমেদ এই সময়কে বলেন, “লিঙ্গসাম্যের নিরিখে পাকিস্তান অনেক নীচের দিকে। পাকিস্তানে ধর্ষণ আকছারই ঘটে, তবে মৃতদেহ ধর্ষণের ঘটনা সবকিছুকে ছাপিয়ে দিয়েছে।” প্রাক্তন মুসলিম সমাজকর্মী এবং ‘দ্য কার্স অফ গড, হোয়াই আই লেফ্ট ইসলাম’ বইয়ের লেখক হ্যারিস সুলতান ট্যুইট করেন, “পাকিস্তান এমন একটা সমাজ তৈরি করেছে, যেখানে ছেলেদের যৌন লিপ্সা, ধর্ষণের হাত থেকে বাঁচানোর জন্য মেয়েদের কবরেও তালা দিতে হচ্ছে! বোরখার ধর্ষণকে যুক্ত করলে এই পরিণতিই হবে!” পাকিস্তানের অনেক নেটিজেনদেরই একই বক্তব্য।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
