ব্রিজ ফেডারেশন অফ এশিয়া আ্যন্ড মিডল-ইষ্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক

Views: 76
1 0

ব্রিজ ফেডারেশন অফ এশিয়া আ্যন্ড মিডল-ইষ্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক।।

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

ভারতের মুকুটে আরো একটি স্বর্ণপদক সদ্য সমাপ্ত ব্রিজ ফেডারেশন অফ এশিয়া আ্যান্ড মিডল-ইষ্ট চ্যাম্পিয়নশিপে।সুমিত মুখার্জি আরো ২৪ জন সদস্য নিয়ে গঠিত এই ভারতীয় দল।তারা জিতেছেন মোট ৪টি স্বর্ণপদক। সুমিত মুখার্জি কলকাতার মেট্রো রেলের একজন কর্মী এবং ভারতীয় দলে একমাত্র রেল ওয়ে ম্যান ছিলেন।এই চ্যআম্পইয়নশিপে ভারতীয় দল ৪টি বিভাগে অংশ নিয়েছিল,তার সবকটিই ছিল দলগত খেলা,যাতে পাঁচটি দেশের দল অংশ গ্ৰহণ করে।এগুলি ছিল ওপেন,লেডিস,মিক্সড এবং সিনিয়র ক্যাটাগরি। সুমিত মুখার্জি ওপেন ক্যাটাগরিতে ভারতের প্রতিনধিত্ব করেন।অংশগ্ৰহণকারি প্রতিটি দলে প্রতিটি বিভাগে ছয় জন করে খেলোয়াড় ছিল।এই সাফল্যের আগে, সুমিত মুখার্জি ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে এবং ২০২২সালে জাকার্তায় অনুষ্ঠিত ৪র্থ এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়ন্যশিপে ব্রোন্জ পদক জিতেছিলেন। এছাড়াও তিনি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরষ্কার জিতেছেন।দেশের হয়ে এই শিরোপা জিততে পেরে তিনি আনন্দিত।এই জয়ের মাধ্যমে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি স্হান অর্জন করেন যেটি অগষ্টএ মরোক্কোতে অনুষ্ঠিত হতে চলেছে।

চলতি বছরের সেপ্টেম্বর- অক্টোবর মাসে চীনে অনুষ্টেয় এশিয়ান গেমসেও অংশ নেবেন তিনি।এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে পি.উদয় কুমার রেড্ডি,জি.এম.মেট্রো রেল ওয়ে তাকে আসন্ন টুর্ণামেন্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।জি.এম. তার আশা প্রকাশ করেছেন যে তিনি ভারতীয় রেল‌ওয়ে এবং দেশের জন্য খ্যাতি আনতে থাকবেন।

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *