বহুতলের ভারে বসে যাচ্ছে নিউইয়র্ক
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
বিপদে ওয়াল স্ট্রিট, টাইমস স্কোয়ার, ম্যানহাটান প্রভৃতি পৃথিবী বিখ্যাত স্থান। বসে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। সৌজন্যে আধুনিকতা ও মার্কিন বৈভবের সদম্ভ ঘোষণা করা এম্পায়ার স্টেট বিল্ডিং, সেন্ট্রাল পার্ক টাওয়ার, নিউইয়র্ক টাইমস বিল্ডিং, ব্যাঙ্ক অফ্ আমেরিকা, নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ক্রাইজলার বিল্ডিংয়ের মতো সারি সারি গগনচুম্বী অট্টালিকা। এর পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল যথেচ্ছ তোলার জেরেও বিপদে জনসংখ্যার নিরিখে সবথেকে বড়ো শহর নিউইয়র্ক। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর ১ থেকে ২ মিলিমিটার করে মাটিতে বসে যাচ্ছে অতলান্তিকের উপকূলে হাডসন নদীর তীরে গড়ে ওঠা নিউইয়র্ক। এমন চললে আগামী দিনে বড়োসড়ো বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ৮০ লক্ষ বসবাসকারীর ৭৬ কোটি টন ইস্পাত, কংক্রিট, ইট, বালি, সিমেন্টের ভার বহন করা ৭৭৭ বর্গ কিলোমিটারের নিউইয়র্ক।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
