একাই দেশ গড়ে সুলতান উইলিয়াম
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মাত্র ৫০০ বাসিন্দা সে দেশের। রয়েছে নিজস্ব সেনাবাহিনী যার পোশাকি নাম ‘পেট্রল এজেন্ট’। রয়েছে চিকিৎসাকেন্দ্র ‘রেসকিউ রিক’। এমনকি নিজস্ব পাসপোর্ট ও মুদ্রা ‘ডুবল্’ সহ স্লোজামাস্তান নামের একাই আস্ত একটি দেশ গড়ে সেখানকার শাসক হয়ে বসেছেন উইলিয়াম নামে এক ব্যক্তি। নতুন দেশ গড়ে সেখানকার নিয়মকানুন ঠিক করে নিজের বাসভবন থেকেই স্বঘোষিত ‘সুলতান’ হয়ে দেশবাসীর দেখভাল করছেন তিনি। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের সানডিয়েগো মরু অঞ্চলে।

জানা গিয়েছে, নিজের উপার্জিত ১৯ হাজার মার্কিন ডলার খরচ করে ২০২১ সালে সানডিয়েগো মরু অঞ্চলের ১১ একর জমি কেনেন পেশায় প্রাক্তন ডিজে উইলিয়াম। জমির সীমানা নির্ধারণ করে সেটি দ্য ইউনাইটেড টেরিটরিজ্ অফ্ দ্য সোভারেইন নেশন অফ্ দ্য পিপলস্ রিপাবলিক অফ্ স্লোজামাস্তান নামে নতুন দেশ ঘোষণা করেন। ছোটো করে রিপাবলিক অফ্ স্লোজামাস্তান। স্লোজামাস্তানের সরকারি ভাষা ইংরেজি। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ও পর্তুগিজ ভাষাতেও কথা বলেন সে দেশের বাসিন্দারা। রাষ্ট্রসংঘ এখনো পর্যন্ত স্বীকৃতি না দিলেও কুছ পরোয়া নেই তাঁর। নিজের তৈরি দেশে শাসকের আসনে বসে বহাল তবিয়তে শাসন চালাচ্ছেন সুলতান উইলিয়াম।
Sub Editor- Ramananda Das
Editor – Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
