জনতার বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনার জেরে সাধারণ মানুষের তীব্র বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স। রাজপথে দফায় দফায় বিক্ষোভের পাশাপাশি মারামারি, সরকারি সম্পত্তি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনায় রীতিমতো জ্বলছে ফ্রান্স। এখনও পর্যন্ত ৭৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। পুলিশের বক্তব্য, রাজধানী প্যারিসের কাছেই ট্রাফিক আইন ভেঙে গাড়ি নিয়ে পালানোর অভিযোগে বাধ্য হয়ে গুলি চালিয়ে থামাতে হয় চালককে। বিক্ষোভকারীদের বক্তব্য, গুলি চালিয়ে বেআইনি কাজ করেছে পুলিশ। তাদের অভিযোগ, আগেও একাধিকবার এমন অপরাধ করেছে পুলিশ। এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত বলে দাবি বিক্ষোভকারীদের। অন্যদিকে পুলিশের গুলি চালানোর ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর। তিনি বলেন, এই ঘটনা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাষ্ট্রপতি।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
