পাকিস্থান নয়,ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই এগিয়ে —সৌরভ গঙ্গোপাধ্যায়।।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
আগামী ১৫ই অক্টোবর ওডিআই বিশ্বকাপে ভারত-পাক মহারণ।বহু প্রত্যাশিত এই লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট দুনিয়া।এ ক্ষেত্রে একমাত্র ব্যাতিক্রমী ব্যক্তিত্ব প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।তার কাছে পাকিস্তানের চেয়েও ভারত অস্ট্রেলিয়া ম্যাচেরএর গুরুত্ব অনেক বেশি।প্রাক্তন ভারত অধিনায়কের কথায় ‘ভারত-পাক লড়াই ঘিরে বাড়তি উন্মাদনা থাকে।তার পিছনে অনেক কারণ। মাঠের বাইরে যে উন্মাদনা দেখা যায়,তা খেলায় প্রতিফলিত হয় কম।কারণ শক্তির নিরিখে দুদলের মধ্যে বিস্তর ফারাক। দীর্ঘ দিন ধরে বিশ্বকাপে ভারত একতরফাভাবে জিতছে।
তার মতে ভারত-অস্ট্রেলিয়া ম্যআচ অনেক ভাল হবে।কারণ দুটি দলই ধারে-ভারে একই রকম। তাই লড়াই ভাল হবে।তবে রয়েছে ব্যতিক্রমী ঘটনাও।২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল পাকিস্তান।কারণ ঐ টুর্ণামেন্টে আমরা ভাল খেলতে পারিনি।’ বাবর আজমদের প্রশংসাও শোনা গিয়েছে প্রাক্তন অধিনায়কের মুখে।তিনি বলেন’পাকিস্থান খুব ই আনপ্রেডিক্টেবল দল। নিজেদের দিনে ওরা যে কোনও দলকেই হারাতে পারে। অনুকূল পরিবেশে ওরা ভয়ঙ্কর।পাক বোলিংয়ে ধার আছে।ব্যাটিংয়ে ধারাবাহিকতা থাকলে এবারের বিশ্বকাপে চমক দিতে পারে বাবররা ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
