বিধ্বংসী দাবানলে মাউইতে মৃত ৫৩
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বংসী দাবানলের গ্রাসে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপ। লেলিহান আগুনে প্রায় ভস্মীভূত মাউইয়ের লাহাইনা শহর। অতর্কিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫৩ জনের। আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্য মানুষ। আগুন থেকে বাঁচতে আপৎকালীন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১ হাজারের বেশি বাসিন্দা। মৃতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সূত্রের খবর, মঙ্গলবার রাতে আগুন লাগে লাহাইনা শহর লাগোয়া একটি জঙ্গলে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বাসিন্দাদের। সূত্রের দাবি, আতঙ্কিত হয়ে অনেকেই প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে। এদিকে আচমকা ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। বিমানবন্দরে টিকিটের হাহাকার। যে কোনোও উপায়ে মাউই ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন তারা।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
