আয়োজিত হল সংকলন পরিবার ও সাহিত্য সম্মান”এর অনুষ্ঠান
রামানন্দ দাস: রঙ নিউজ: কলকাতা
আজ ১৪ই আগস্ট সোমবার, কৃষ্ণপদ মেমোরিয়াল হলে প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হল”সংকলন পরিবার ও সাহিত্য সম্মান”। উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে *রবীন্দ্র স্মরণ*,*স্বপ্ন পূরণের ইচ্ছে*, *পের্বাদ্রী*, *স্বপ্ন লেখে মন (প্রথম খন্ড)*,*স্বপ্ন লেখে মন (দ্বিতীয় খন্ড)*, *কাব্যের তরঙ্গ*, *কল্প বিচিত্রা*র মত সব সাহিত্যের বই । সেই সাথে বিশিষ্ট অতিথিদের বরণ ও সম্মাননা ও বেষ্ট ফেসবুক পেজ সম্মাননা প্রদান করা হয়।। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -কবি কৌশিক গাঙ্গুলী, কবি, প্রকাশক রার্কেশ শর্মা, পার্থ বন্দ্যোপাধ্যায়, সাগরীকা চ্যাটার্জী , সত্যব্রত দাস অধিকারী সহ আরো অনেকেই।।

সংকলন পরিবারের কর্ণধার তথা সুরজিৎ সাহা সকল কবি, লেখক-লেখিকাদের একযোগ করে সূন্দর ভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। সাথে ছিলেন সংকলন পরিবারের উপদেষ্টা কবি, অভিনেতা শুভব্রত ব্যানার্জি, সংকলন পরিবারের সভাপতি কেকা ভট্টাচার্য্য, সংকলন পরিবারের সহ-সভাপতি রবি ভট্টাচার্য্য, ফেসবুক পেজ পরিচালিকা পূরবী পলি চ্যাটার্জী।।
সংকলন পরিবারের পরবর্তী চেষ্টায় সাহিত্য রত্ন পুরস্কার, সেরা সম্পাদক পুরস্কার, বেষ্ট অফ আর্টস আ্যওয়ার্ড, সেরা সমাজসেবক পুরস্কার এর মত চারটি বড় সাহিত্য পুরস্কার এর আয়োজন হতে চলেছে। নতুন ভাবনায়, নতুন ভাবে গড়ে তুলার সর্বত্র উদ্যোগ নিচ্ছে সংকলন পরিবার।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
