হিন্দি ধারাবাহিকের জগতে লীনা গঙ্গোপাধ্যায়ের আবারো পদার্পণ
শাশ্বতী মোদক,Rong News
বর্তমান বিনোদন দুনিয়ায় লীনা গঙ্গোপাধ্যায় একটি জনপ্রিয় নাম! লীনা গঙ্গোপাধ্যায় বাংলা সিরিয়ালের দুনিয়ায় নিজের একাধিপত্ব স্থাপন করার পর হিন্দি সিরিয়ালে ও তার সমান দক্ষতা ও কর্মক্ষমতার জাল এবার বিস্তার করেছেন।
জনপ্রিয় বাংলা সিরিয়াল ফাগুন বউ পরিচালনা করা পরিচিতিতে যে শিখরে উঠেছেন ঠিক সেই ভাবেই তিনি হিন্দি ধারাবাহিকেও নিজের খুঁটি সুপ্রতিষ্ঠিত করবেন।
হিন্দি সিরিয়াল ‘ঝনক’ তার নতুন চিন্তাভাবনার প্রয়াস।
এই সিরিয়ালে কিছু বাংলা সিরিয়ালের নতুন মুখ কে তিনি নিয়ে এসেছেন। যারা যারা নিজেদের স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে দর্শকদের মন এবারও ভরিয়ে তুলবে।এই ধারাবাহিকের মূল চরিত্র রাহুল আরসি ও ঝনক। দর্শকদের কাছে দিনে দিনে নতুন হিন্দি ধারাবাহিক ঝনক খুবই জনপ্রিয় হয়ে উঠবে।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
