আর মাত্র কয়েক মিনিট!
বুবুন মাইতি,রং নিউজ
আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের নাড়ি-নক্ষত্রের হদিশ দিতে সৌর সফরের উদ্দেশ্য পাড়ি দেবে ‘আদিত্য L1’।
আজ সকাল ১১টা৫০মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দেবে আদিত্য। সময় লাগবে ১২৫ দিন। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সাথে পূজার্চনাও।
পৃথিবী থেকে ১৫লক্ষ কিলোমিটার দূরে একটি হ্যালো কক্ষপথে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে আদিত্য। বিজ্ঞানীরা জানিয়েছেন,এই পয়েন্ট থেকে সূর্যকে গ্ৰহণহীন ভাবে দেখা যাবে।
ইসরো সূত্রে খবর, আদিত্য L1-এ মোট সাতটি পেলোড আছে; যেগুলি সূর্যের ওপর বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা সম্পর্কে তথ্য খুঁজে বের করবে। জানার চেষ্টা করবে সৌরঝড় পৃথিবীর ওপর কী কী প্রভাব ফেলতে পারে!
সায়েন্স সিটিতে এই উৎক্ষেপণের প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
