কিং কোবরা পোষ্য! জানুন বিস্তারে
দীপা দে, রঙ নিউজ
জানেন কি ভারতের কোন গ্ৰামের বাসিন্দারা শখ করে বাড়িতে পোষ্য হিসেবে কিং কোবরা রাখে?
হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই অনন্য শখের জন্যই মহারাষ্ট্রের শেঠপাল গ্ৰামের বাসিন্দারা সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে।
ভারত ধর্মপ্রধান দেশ। বিশেষ করে হিন্দুরা গাছ, পাহাড়, নদী, প্রানী, গ্ৰহ-নক্ষত্র সব কিছুরই পূজো করেন। এমনকি এখানে ভয়ঙ্কর বিপদজনক বিষাক্ত সাপও পূজিত হয়।
মহারাষ্ট্রের শেঠপাল গ্ৰামের বাসিন্দারা শুধু যে কিং কোবরাকে পূজো করে তা নয়,গ্ৰামবসীরা তাদের প্রত্যেকের বাড়িতে বিড়াল কুকুরের মতো কিং কোবরাকে পোষ্য হিসেবে সযত্নে লালন-পালন করে।
এই গ্ৰামে প্রায় আড়াই হাজার লোক বাস করে। বেশীরভাগ বাড়িতেই দুই থেকে তিনটি কিং কোবরাকে পোষ্য করে রেখেছে। কিং কোবরা বাড়িতে থাকাটা গ্ৰামবাসীরা শুভ বলে মনে করে। এমনকি তাদের মতে এই সাপ গুলো যতক্ষন তাদের বাড়িতে থাকবে ততক্ষণ তাদের সাথে সব শুভই ঘটবে। তাই যাতে কিং কোবরা গুলি স্বচ্ছন্দে বসবাস করতে পারে সে জন্য প্রতিটি বাড়িতে একটি বিশেষ জায়গা তৈরি করে রাখে গ্ৰামবাসীরা।
মহারাষ্ট্রের শেঠপাল গ্ৰামে গেলেই দেখতে পাবেন স্থানীয় শিশুরা ভয়ঙ্কর বিষধর কিং কোবরার সাথে অবাধে খেলাধুলা করছে। গ্ৰামবাসীদের বিশ্বাস সাপ গুলো তাদের কোন ক্ষতি করতেই পারে না।
এই অনন্য শখের জন্য মহারাষ্ট্রের শেঠপাল গ্ৰামটি বর্তমানে পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তবে গ্ৰামবাসীরা পর্যটকদের সাপ গুলোর কাছে যেতে দেয় না।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
