*এশিয়া কাপের মহারণে ভারত-শ্রীলঙ্কা*
প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ
আগামীকাল এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালের মহারণে মাঠে নামতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। গত ১৪ই সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত তার দুদিন আগেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সুপার ফোরে পরাজিত করে ফাইনালের জায়গা সিকিউর করে নেয়। গতকাল বাংলাদেশের সাথে ভারতের ম্যাচে ভারত তাদের রিজার্ভ প্লেয়ারদের নামানোর দরুন ম্যাচ হেরে যায়, কিন্তু ফাইনালের জায়গা আগেই দখল করে নেওয়ার কারণে কোনো ফারাক পরে না পরাজয়ে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ভারত ৭বার জয়ী হয়েছে অন্যদিকে শ্রীলঙ্কা ৬বার অর্থাৎ টক্কর একদম কাঁটায় কাঁটায়। ক্রিকেট প্রেমীরা ভারত-পাক ফাইনাল চাইলেও শ্রীলঙ্কার দুর্দান্ত পারফরমেন্স সেটিতে জল ঢেলে দেয় একপ্রকার।

১৭ই সেপ্টেম্বর ২০২৩, আগামীকাল ভারত ও শ্রীলঙ্কা কলম্বোর আর.প্রেমাদসা স্টেডিয়ামে নামতে চলেছে এশিয়ার সেরার মুকুট পড়ার দাবীতে, ভারতীয় সময় দুপুর ৩টে থেকে সরাসরি ম্যাচের লাইভ সম্প্রসারণ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। বৃষ্টি বিঘ্ন ঘটানোর সম্ভাবনা থাকার কারণে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে তবে ক্রিকেট প্রেমীরা চাইবেন কালই সম্পূর্ণ ম্যাচের আনন্দ উপভোগ করতে। কালকের ম্যাচ যে রোমহর্ষক হতে চলেছে তা বলাই বাহুল্য, বহু ক্রিকেট প্রেমী ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের মুহূর্তের সাথেও রিলেট করছেন এই ম্যাচটি। এখন শুধুই সময়ের অপেক্ষা, যা নির্ধারণ করে দেবে রোহিত-কোহলির এশিয়ার মুকুটের স্বপ্ন এবং সাথে সামনে আগত বিশ্বকাপের একটা প্ল্যাটফর্মও সেট করবে।

#Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
