শিল্পাঙ্গন আর্ট অ্যাকাদেমি-তে চিত্র প্রদর্শন
বুবুন মাইতি, রঙ নিউজ
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত ‘শিল্পাঙ্গন আর্ট অ্যাকাদেমি’ আয়োজিত তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী “স্বপ্নের ক্যানভাস ২০২৩”-এর আজ ছিল অন্তিম দিন। সেখানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকাদেমির অধ্যক্ষ শ্রীযুক্ত কানু দাস মহাশয় এবং প্রেসিডেন্ট সোমনাথ চক্রবর্তী মহাশয়। রঙ নিউজের কর্ণধার শ্রীযুক্ত রাকেশ শর্মা মহাশয় সস্ত্রীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়াও অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন সঙ্গীত ব্যক্তিত্ব পন্ডিত মল্লার ঘোষ ও তাঁর স্ত্রী, এছাড়াও ছিলেন সোমনাথ ভদ্র মহাশয়।

প্রকৃতপক্ষে উক্ত প্রদর্শনীটি যেহেতু অঙ্কনের উপরে ছিল তাই “গ্যালারী গোল্ড” এ চতুর্দিকে সাজানো হয়েছিল সেখানকারই ছাত্রছাত্রীদের হাতে আঁকা বিভিন্ন ধরনের ছবি। প্রধান গেটের মধ্যে দিয়ে ঢােকার পরে বিভিন্ন ধরনের ছবি আমাদের সকলের দৃষ্টি আর্কষণ করেছিল।সেখানে যেমন ছিল ক্যানভাসে আঁকা অ্যাক্রিলিক চিত্র,অয়েল প্যাস্টেল; তেমনই ছিল অভুতপূর্ব গ্লাস পেন্টিং!

পরিশেষে ছিল অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিবৃন্দকে উত্তরীয়-সহ ফুলের স্তবক প্রদান, প্রদীপ উজ্জ্বলন এবং খুব সংক্ষেপে আগত অতিথিদের বক্তব্য। পরবর্তী চিত্র প্রদর্শনী হবে আগত সরস্বতী পুজোতে।

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
