‘শিক্ষিত’ ১৪৫ বন্দি মুক্ত মহারাষ্ট্রে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
তাদের পরিচয় যে তারা অপরাধী। কেউ চুরি, কেউ ডাকাতি, কেউ বা আবার খুনের মামলার আসামি। কিন্তু জেলে বসেই রীতিমতো মন দিয়ে লেখাপড়া করে পরীক্ষা পাশ করায় এক মহিলা সহ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এমনই মোট ১৪৫ জন বন্দিকে মুক্তি দিচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১০টি সংশোধনাগারে স্বীকৃত মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে বন্দিদের। বন্দিদের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় ও যশবন্ত রাও চবন মহারাষ্ট্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠক্রম নিয়ে পড়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। সাহায্যের জন্য আলাদা করে শিক্ষক, শিক্ষিকারা রয়েছেন সেখানে। সেখান থেকেই দ্বাদশ শ্রেণী, স্নাতক ও স্নাতকোত্তর পাশ করায় নাগপুর, পুনে, ইয়েরওয়াড়া প্রভৃতি রাজ্যের ১০টি জেল থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হচ্ছে ১৪৫ জনকে। সবথেকে বেশি ৬১ জন বন্দি মুক্তি পেয়েছেন নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অমিতাভ গুপ্তা জানান, সংশোধনাগারে সাজা খাটার পাশাপাশি বন্দিদের অপরাধ প্রবণতা ও অপরাধ মনস্কতা দূর করার চেষ্টা করা হয়। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে তাদের পড়াশোনা করতে উৎসাহ দেওয়ার পাশাপাশি সমাজের মূল স্রোতে ফিরে আসার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
