পাঞ্জাবে ওষুধ কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৪
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
পাঞ্জাবের অমৃতসরের কাছে ওষুধ কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হলো ৪ শ্রমিকের। আগুনে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শ্রমিক। গভীর রাতে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বাসিন্দাদের। সূত্র মারফত জানা গিয়েছে, অমৃতসরের কাছে নাগকালান গ্রামের ওষুধ কারখানাটিতে আগুন লাগে বৃহস্পতিবার গভীর রাতে। সেখানে তখন বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আচমকা ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁরা বাইরে বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। দমকল ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জেলার পুলিশ সুপার সতিন্দর পাল সিং জানান, আগুন লেগে ৪ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট হয়ে কারখানায় মজুত রাসায়নিক পদার্থ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পাঞ্জাব পুলিশ।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
