“অবশেষে এশিয়ান গেমসে ভারত পদকতালিকায় সেঞ্চুরির মুখ দেখল”
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
২০২৩শের এশিয়ান গেমসে ভারত তার যাবতীয় পুরনো রেকর্ড ভেঙ্গে চুরমার করল। ঐতিহ্যবাহি এই গেমসের ইতিহাস বেশ পুরনো।সালটা ১৯৫১, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস যা এশিয়াড নামেও পরিচিত।প্রতি চার বছর অন্তর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে বসে এই ক্রীড়ার আসর।বিশ্বক্রীড়া প্রতিযোগীতা অলিম্পিক থেকে যা কোনোও অংশেই কম নয়।
২০২৩ এশিয়ান গেমসে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত নিজেদের এই গেমস ইতিহাসে সব থেকে বেশি সোনা,রূপও ও ব্রোন্জ নিয়ে ১০০র-বেশি পদক জেতে,যা ভারতের সর্বকালিন রেকর্ড। অর্থাৎ পদক জয়ের নিরিখে নিজদের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া।এই প্রথমবার এশিয়ান গেমসে পদক জয়ের সেঞ্চুরি করল তারা।নয়া ইতিহাস লিখল ভারতীয় ক্রীড়াবিদরা যা এর আগে ভারত কোনদিনই পারেনি।
সব থেকে অত্যআশ্চর্য্য ঘটনা হল ভারতের স্বাধীনতার ৭৫বছর পূর্ণ হল এই ২০২৩শে আর একই সঙ্গে পদক জয়েরও সেঞ্চুরি।সেদিক থেকে বলা যায়, স্বাধীনতার ৭৫বছর পর ভারত এশিয়ান গেমসে প্রাপ্ত বয়স্কের সম্মানে সম্মানিত হল, যা এতদিন অধরাই ছিল।
১০.১০.২৩
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
