সিকিমকে গড়ে তুলতে পথে ভাইচুং
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সিকিমকে নতুন করে গড়ে তুলতে আক্ষরিক অর্থেই পথে নামলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা ময়দান কাঁপানো ভাইচুং ভুটিয়া। রীতিমতো গামবুট পায়ে, দস্তানা পরে বেলচা হাতে পাহাড়ি রাস্তার পলি কাদা মাটি সাফ করছেন সিকিমের তিংকিতাম গ্রামের ভূমিপুত্র ভাইচুং। তাঁর এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন তাঁর একসময়ের সহখেলোয়াড় মেহতাব হোসেন, রহিম নবি সহ তাবৎ ফুটবল মহল।
অক্টোবরের গোড়াতেই তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে উত্তর সিকিমের লোনক হৃদের প্রাচীর। হড়পা বানে ভেসে যায় সেনা ছাউনি। ঘরবাড়ি, রাস্তা ভেঙে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে সিংথাম, মঙ্গন, রাজধানী গ্যাংটক সহ সিকিমের বড়ো অংশ। জখম অবস্থায় সিকিমের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বহু মানুষ। এই অবস্থায় রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর তাগিদে নিজেই প্রশাসনের কর্মীদের সঙ্গে রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছেন ভাইচুং। অবিলম্বে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিমকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করার পাশাপাশি বেনিফিট ম্যাচের আয়োজন করে তার অর্থ সিকিমের বন্যা ত্রাণ তহবিলে দান করার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছেন ভাইচুং ভুটিয়া।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
