সোনার কেক কেটে বিতর্কে উর্বশী
সোমনাথ মুখোপাধ্যায়: Rong News
বলিউডে গ্ল্যামার আর বিতর্ক যেন আক্ষরিক অর্থেই হাত ধরাধরি করে হাঁটে। বিষয়টি সঠিক প্রমাণ করতেই বুঝি নিজের জন্মদিনে সোনার কেক কেটে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। গায়ক হানি সিংকে পাশে নিয়ে ২৪ ক্যারেট সোনার তবকে মোড়া বিশালাকার কেক কেটে নেট দুনিয়ার সমালোচনার ঝড়ের মুখে পড়েছেন তিনি। সূত্রের খবর, লাভ ডোজ্ নামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে ছিলেন উর্বশী। শুটিং চলাকালীন ২৫শে ফেব্রুয়ারি ৩০ বছরে পা দিলেন প্রাক্তন মিস্ ইউনিভার্স উর্বশী। সেই উপলক্ষে জন্মদিনের পার্টিতে টকটকে লাল গাউন পরিহিতা সোনায় মোড়া আস্ত একটি কেক কেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।জন্মদিনে শুভেচ্ছা পাওয়ার পাশাপাশি ট্রোলের শিকার হয়েছেন বলি অভিনেত্রী। নেটিজেনদের মতে, সোনার কেক কেটে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে দেশের নাগরিকরা আদতে কতটা গরিব। নিন্দুকেরা অবশ্য বলছে উল্টো কথা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে কলকে না পেয়ে এইভাবে বিতর্ক উসকে দিয়ে পাদপ্রদীপের আলোয় আসতে চাইছেন উর্বশী।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
