“রাজস্ব সংগ্ৰহে সরকারি অনুমতি পেল ‘বন্ধন ব্যাঙ্ক’।।
অমিতাভ গঙ্গোপাধ্যায় , রঙ নিউজ
এই প্রথম কোন বেসরকারি ব্যাঙ্ককে রাজস্ব আদায়ের অনুমতি দিল রাজ্য সরকার।বন্ধন ব্যাঙ্ক ঘোষণা করল যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম(জি.আর.আইপি.এস)এ রাজস্ব সংগ্ৰহ করার অনুমতি ব্যাঙ্ক পেয়েছে।ফলে পশ্চিমবঙ্গের জনগণ জি.আর.আইপি.এসের মাধ্যমে তাদের ট্যাক্স /নন ট্যাক্স প্রদান করতে পারবে।এটি রাজ্যের মানুষের জন্য লেনদেন কাগজ বিহীন এবং সহজ করে তুলবে।প্রদত্ত অর্থ সংগ্ৰহ প্রক্রিয়া চালু করার জন্য ব্যাঙ্ক খুব শীঘ্রই রাজ্য সরকারের সাথে যুক্ত হবে।
বন্ধন ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ১৭০০টির বেশি ব্যাঙ্কিং আউটলেট সহ উপস্থিত রয়েছে।গ্ৰাহকরা এই পোর্টালটি ব্যাবহার করে সম্পত্তির ট্যাক্স বা খাজনা,যানবাহন ট্যাক্স, প্রোফেশনাল ট্যাক্স দিতে পারবেন। সংক্ষেপে ‘গ্ৰিপস’ বা (GRIPS)এই পোর্টালটির মাধ্যমে একজন নাগরিক ২৯টি বিভিন্ন বিভাগের পরিষেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।২০২২-২৩ অর্থবর্ষে GRIPS এই পোর্টালটির মোট সংগ্ৰিহিত অর্থ ছিল প্রায় ৫০,০০০কোটি টাকা।
৩.০৩.২৪
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
