ডানকুনির গৌরব শিশুতীর্থের সম্বিত,৬৮২
নম্রতা মুখার্জী: রঙ নিউজ
হুগলির শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুলের মুখ উজ্জ্বল করল ডানকুনির সম্বিত চন্দ্র। তার এবারের মাধ্যমিকে প্রাপ্ত বিদ্যালয়ের রেকর্ড নম্বর ৬৮২ । প্রসঙ্গত ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ। অধিকাংশ শিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। হুগলির ডানকুনিতে অবস্থিত শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাই স্কুলের সম্বিত চন্দ্র ৯৭.৪৩ পার্সেন্ট নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮২। এবারের মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৩ । সে তুলনায় সম্বিতের প্রাপ্ত নম্বর প্রথম দশে না হলেও সম্ভবত রাজ্যভিত্তিক দ্বাদশ স্থানে। যা সম্বিতের পরিবার ও তার বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। পার্শ্ববর্তী অনেক বিদ্যালয়ের থেকে সম্বিতের সাথে সাথে বিদ্যালয়ের সামগ্রিক ভালো ফলের জন্য স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা সকলেই বেজায় খুশি।
সম্বিতের এই গৌরবময় সাফল্যে তার বাবা মা আত্মীয় স্বজন উচ্ছ্বসিত। সম্বিতের বাবা পেশায় ইঞ্জিনিয়ার এবং মা স্নাতক , গৃহবধূ। সম্বিত জানিয়েছে তার সাফল্যের মুল চাবিকাঠি তার নিষ্ঠা, একাগ্রতা ও কঠোর অধ্যাবসায়। প্রত্যহ ৪-৫ ঘণ্টা নিয়মিত পড়াশোনার পাশাপাশি গান,কবিতা আবৃত্তি তার একান্ত প্রিয় সময় যাপনের সঙ্গী। আগামীতে আরও ভালো রেজাল্ট করে সকলের সম্মান বৃদ্ধির পাশাপাশি নিজে একজন সুপ্রতিষ্ঠিত সুনাগরিক হতে চায় সম্বিত। তার আগামীর পথ চলা আরও সুগম, সুদৃঢ় এবং মসৃণ হোক এই শুভেচ্ছা জানায় রঙ নিউজ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
