১০ লক্ষের রেকর্ড ভোটে জয়ী শঙ্কর লালওয়ানি
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
এক্সিট্ পোলের সমস্ত আভাস, জল্পনা কল্পনা উড়িয়ে দেওয়া ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ১০ লক্ষের রেকর্ড ভোটে জিতে দেশজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে লড়া ভারতীয় জনতা পার্টির প্রার্থী শঙ্কর লালওয়ানি। ভারতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানির প্রাপ্ত ভোট ১২,২৬,৭৫১। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১০,০৮,০৭৭ ভোটে জয়লাভ করেন। ঠিক তাঁর পিছনেই রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে লড়া বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান ৮,২১,০০০ ভোটে জেতার রেকর্ড করেছেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে লড়াই করা তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির ৭,১০,০০০ ভোটে জেতার রেকর্ডকে ভেঙে দিয়েছেন গুজরাটের নভসারি ও গান্ধীনগর কেন্দ্র থেকে লড়া বিজেপি প্রার্থী সি আর পাতিল ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাতিল ও শাহ যথাক্রমে জিতেছেন ৭,৭৩,০০০ ও ৭,৪৪,০০০ ভোটে। অন্যদিকে ৫,৪০,০০০টি ভোট পেয়ে পিছনেই রয়েছেন মধ্যপ্রদেশেরই গুনা লোকসভা কেন্দ্র থেকে লড়া প্রয়াত কংগ্রেস নেতা মাধবরাও পুত্র বিজেপির তরুণ তুর্কি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এর পাশাপাশি সবথেকে কম ব্যবধানে জয়ী হয়ে রেকর্ড করেছেন মহারাষ্ট্রের উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে লড়া শিবসেনা প্রার্থী রবীন্দ্র দত্তরাম ওয়াইকড়। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমল গজানন কীর্তিকরের থেকে মাত্র ৪৮টি ভোটে জিতেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, দুই প্রার্থীর প্রাপ্ত ভোট যথাক্রমে ৪,৫২,৬৪৪ ৪,৫২,৫৯৬।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
