চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল উত্তাপ , বিশেষজ্ঞদের অভিমত কি !
শুভজিৎ মণ্ডল : Rong News
এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার ব্যাটারের ১৩৭ রানের ইনিংস শেষ করে দিয়েছিল রোহিত শর্মাদের জয়ের স্বপ্ন। মঙ্গলবার আরও এক বার ভারতের সামনে সেই হেড। কী ভাবে মোকাবিলা করবে ভারত ? পরামর্শ রবিচন্দ্রন অশ্বিন ও সুনীল গাভাস্কারের।
ভারতীয় সমর্থকদের দুঃস্বপ্নে এখনও হানা দেন ট্রেভিস হেড। এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার ব্যাটারের ১৩৭ রানের ইনিংস শেষ করে দিয়েছিল রোহিত শর্মাদের জয়ের স্বপ্ন। মঙ্গলবার আরও এক বার ভারতের সামনে সেই হেড। কী ভাবে মোকাবিলা করবে ভারত ? পরামর্শ রবিচন্দ্রন অশ্বিনের।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুবাইয়ে খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হেডকে থামাতে বরুণ চক্রবর্তীকে ব্যবহার করার উপদেশ দিলেন অশ্বিন। তিনি বলেন, “নতুন বল বরুণের হাতে তুলে দেওয়া উচিত। হেডকে ওভার দ্য স্টাম্প বল করুক বরুণ। হেড তিনটে স্টাম্প দেখিয়ে ব্যাট করে। অনেক সময় সরে গিয়ে ফিল্ডারদের উপর দিয়ে খেলতে চায়। সেটাকে কাজে লাগাতে পারে বরুণ। দারুণ একটা লড়াই হতে পারে। ”
অশ্বিন মনে করেন, পাওয়ার প্লে-তে বরুণকে বল দিলে ভারতের সুবিধা হবে। তিনি বলেন, “বরুণের বিরুদ্ধে হেড আগ্রাসী ব্যাটিং না করলে অবাক হব। ও চাইবে ঝুঁকি নিতে। হেড নয় অস্ট্রেলিয়ার শুরুটা ভাল করবে, না হলে ভারত দ্রুত ওর উইকেট পাবে। যদি হেড বরুণের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং না করে, তা হলেও অন্তত পাঁচ ওভার করানো উচিত নতুন বলে। কারণ অস্ট্রেলিয়া দলে অনেক জন ডানহাতি আছে। তাদের জন্য রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল আছে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পর পর তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয় বরুণকে। সেই ম্যাচে পাঁচটি উইকেট নেন ভারতীয় স্পিনার। মনে করা হচ্ছে সেমিফাইনালে তাঁকে বসানো কঠিন হবে। যদিও ভারতীয় দল কী সিদ্ধান্ত নেবে তা নিশ্চিত নয়।
আবার অপরদিকে লিটল মাস্টার সুনীল গাভাস্কার বলেছেন ম্যাচে টস জিতলে রোহিত শর্মা কে বল করার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার কারণ বুঝিয়ে ও দিলেন তিনি ।
দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করে জিতেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটা করতে নিষেধ করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর। তিনি বলেন, “দুবাইয়ের এই পিচে পরে ব্যাট করা উচিত। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ ভাল নয়। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হেজ়লউডও নেই। কিন্তু ওদের ব্যাটিং বিভাগ খুব ভাল। খুব আগ্রাসী ব্যাটিং করে ওরা। ভারতের তাই উচিত হবে রান তাড়া করা। অস্ট্রেলিয়াকে রান তাড়া করতে পাঠানো উচিত হবে না। ”
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। এ বার দুবাইয়ে মুখোমুখি দুই দল। কিছু দিন আগে টেস্ট ক্রিকেটে নিজেদের মাঠে ভারতকে নাস্তানাবুদ করেছিল অস্ট্রেলিয়া। সেই সব হারের বদলা নিতে চাইবেন রোহিতেরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছিলেন বরুণ চক্রবর্তী। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৯ রান করেছিল ভারত। কিন্তু স্পিনারদের দাপটে ম্যাচ জিতে নেয় তারা। ভারতীয় স্পিনারেরা মিলে ন’টি উইকেট তুলে নেন। তবুও টস জিতলে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মত গাওস্করের।
ভারত টস জিততে পারবে কি না তা নিয়ে যদিও সন্দেহ রয়েছে। রোহিতের টস ভাগ্য খুবই খারাপ। টানা ১০টি এক দিনের ম্যাচে টস হেরেছেন তিনি। বুধবার টস জিততে পারেন কি না সেই দিকেও নজর থাকবে। তবে রোহিত টসের চেয়ে বেশি চাইবেন ম্যাচ জিততে ।
এখনো পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিতে মোট ৪ বার সাক্ষাত হয়েছে সেখানে ভারত ২ বার , অস্ট্রেলিয়া ১ বার জিতেছে ও অমীমাংসিত হয়েছে ১ বার পুরোনো ফলাফলের নিরিখে ভারত কে এগিয়ে রেখেছেন প্রাক্তন এই দুই মহাতারকা ক্রিকেটার এখন দেখার বিষয় আজ ০৪ ই মার্চ ২০২৫ দুবাই এর মাটিতে অজি কাঁটা উপরে ফেলে সব হিসাব পূরণ করতে পারবে ভারত তা আগামী কিছুক্ষণের মধ্যে জানা যাবে।
