‘ বিরাট ‘ জয় ভারতের
শুভজিৎ মণ্ডল : Rong News
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে নিউজিল্যান্ড টস এ জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাদের সংগ্রহ ৫০ ওভারে ২৫১ / ৭ উইকেট জবাবে শুরুটা ভালো হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে শেষ হাসি হাসলো রোহিত – কোহলির ভারত এই নিয়ে তিনবার চ্যাম্পিয়ন ট্রফি তে চ্যাম্পিয়ন হলো ভারত।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
